1. hmgrobbani@yahoo.com : admin :
  2. news@soroborno.com : Md. Rabbani : Md. Rabbani
  3. sayefrahman7@gmail.com : Sayef Rahman : Sayef Rahman
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৭:১৫ অপরাহ্ন

৬৮ বছর পর এয়ার ইন্ডিয়ার মালিকানা ফিরল টাটাগোষ্ঠীর হাতে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

ভারতের রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার মালিকানা আবারও ফিরে পেলো শিল্পগোষ্ঠী টাটা সন্স। শুক্রবার (৮ অক্টোবর) ভারতের কেন্দ্রীয় সরকার জানিয়েছে, টাটা সন্সের দেওয়া দরপত্র তারা গ্রহণ করেছে। এ দরপত্রটিতে এয়ার ইন্ডিয়ার মালিকানা পাওয়ার জন্য ১৮ হাজার কোটি রুপি প্রস্তাব করে টাটা সন্স।

ঋণের চাপে ধুঁকতে থাকা এয়ার ইন্ডিয়ার মালিকানা আবারও টাটা গোষ্ঠীর হাতে যাচ্ছে তা গত শুক্রবারই জানা গিয়েছিল। তবে এ শুক্রবারে আনুষ্ঠানিকভাবে এ খবর জানালো ভারত সরকার। একইসঙ্গে টাটার প্রস্তাবিত অর্থের পরিমাণও প্রকাশ করা হয়।

এর ফলে ঋণের চাপে ধুকতে থাকা এয়ার ইন্ডিয়ার শতভাগ মালিকানা চলে যাবে টাটা গ্রুপের হাতে। এয়ার ইন্ডিয়ার মোট ঋণের পরিমাণ ৪৩ হাজার কোটি রুপি। ঋণের দায় থেকে রক্ষা পেতে বেসরকারি সংস্থার হাতে এয়ার ইন্ডিয়ার মালিকানা দেওয়ার পরিকল্পনা ছিল সরকারের।

ভারতের সংবাদমাধ্যমের খবরে বলা হয়, এয়ার এন্ডিয়ার মালিকানা পেতে স্পাইস জেটের পক্ষ থেকেও দরপত্র জমা দেওয়া হয়েছিল। তবে তা গ্রাহ্য হয়নি।

উল্লেখ্য যে, ভারত স্বাধীনের আগে দেশটিতে প্রথম বিমান সংস্থার যাত্রা টাটা গোষ্ঠীর হাত ধরেই। পরে রাষ্ট্রের মালিকানায় চলে যায় এয়ারলাইন্সটি। টাটা এয়ারলাইন্সের নাম বদলে ১৯৪৬ সালে হয় এয়ার ইন্ডিয়া (এআই)।

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি