নূরুদ্দীন রাসেল :: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ৮ নং মোগলাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো.ফখরুল ইসলাম শাইস্তা’কে পুনরায় চেয়ারম্যান পদে নির্বাচিত করার লক্ষে ১নভেম্বর রাত ৮ টায় ২ নং ওয়ার্ডবাসীর উদ্যোগে স্হানীয় খালোমুখ বাজারে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মো.নিজাম মিয়া,জনতার উদ্দেশ্যে শুভেচ্ছা বিনিময় করেন চেয়ারম্যান পদপ্রার্থী মো.ফখরুল ইসলাম শাইস্তা।
প্রবীণ মুরব্বি সুনাহর আলীর সভাপতিত্বে ও বেলাল আহমদ জীবন এর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন-হাবিবুর রহমান চৌধুরী,হাজী মন্নান মিয়া,আকবর হোসেন,শওকত হোসেন,লাবিব আহমদ,প্রভাষক মো.বশির মিয়া,সেলিম আহমদ,রাজু মিয়া,নাজির আলী নজই,মইনুদ্দিন মিয়া,জসিম মিয়া,বেলাল আহমদ,রুহুল ইসলাম,আং শহীদ,জিতু মিয়া,জামান আহমদ,জলফু আহমদ চৌধুরী,ফারুক মিয়া,মাহবুব মিয়া,জিতু মিয়া,আলী আহমদ,আব্দুল আহাদ,শফিক মিয়া,হাজি ভূট্রো মিয়া,বিপুল মিয়া,শহিদ মিয়া,ইসমাইল আলী,তাজ উদ্দিন,জাহেদ মিয়া,কালাম আহমদ প্রমুখ।
মতবিনিময় সভায় নবীণ-প্রবীণ শতশত মানুষ প্রাণের উচ্ছ্বাসে মিলিত হয়ে ইউপি নির্বাচনে ফখরুল ইসলাম শাইস্তা’র সমর্থনে শ্লোগান শ্লোগানে মুখরিত করে তুলেন এখানকার পরিবেশ।
পরিশেষে দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা আজিজুল হক চৌধুরী।